নিবন্ধন ৪৯ লাখ, টিকা নিয়েছেন প্রায় ৩৭ লাখ মানুষ

0
401

খবর ৭১ঃ আজ শনিবার পর্যন্ত ৩৪ দিনে টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। তার মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন আর নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮২৫ জনের। আর আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড নামক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান দেশে আসার পর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলে।

দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড সেরামের সঙ্গে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে। চুক্তির ৭০ লাখ ডোজ ইতিমধ্যে দেশে এসেছে। এছাড়া ভারত সরকার ২০ লাখ ডোজ উপহার দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার টিকা নিয়েছেন এক লাখ ৯৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৩৫৪ আর নারী ৩৯ হাজার ৬২৯।

মোট টিকা নেয়া ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৫০ হাজার ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন সাত লাখ ৮৬ হাজার ২৫৪ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৯৯ হাজার ৪৩৫জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৩৬ হাজার ১২৯ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন চার লাখ ৭০ হাজার ৪৬৪ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৫ জন আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ১৫ হাজার ১৭৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here