খবর ৭১: মুক্তি পেতে যাচ্ছে নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দিয়েই অভিষিক্ত হচ্ছেন দীঘি।
শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে। এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকা চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি। এ সিনেমায় দীঘির বিপরীতে দেখা যাবে নবাগত শান্ত খানকে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী ১২ মার্চ সারাদেশের সিনেমা হলে মুক্তি পাবে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্য আগামী ১২ই মার্চ সারা দেশের পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই”……❤️????????
Posted by Shamim Ahamed Roni on Monday, March 1, 2021
নিজের প্রথম সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বসিত দীঘি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার প্রথম ছবিটি ১২ মার্চ মুক্তি পাচ্ছে। আমি সত্যিই অনেক আনন্দিত। অনেক উত্তেজনা কাজ করছে। জানি না দর্শক কীভাবে গ্রহণ করবেন আমাকে। তবে প্রত্যাশা করছি ভালো একটি সিনেমা উপহার দিতে পারবো।’