সুন্দরগঞ্জে পাইপসহ ১০ ড্রেজার মেশিন জব্দ

0
401

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা মৌজার তিস্তা শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, গত সোমবার সন্ধ্যা থেকে রাতব্যাপী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল-মারুফ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান চালান। এতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত স্যালো ইঞ্জিনসহ ১০টি ড্রেজার মেশিনসেট ও ১ হাজার ফুট পাইপ জব্দ করেন। তবে, এ সময় কাউকে আটক করা সম্বভ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here