ইবি প্রতিনিধি: কারাগারে লেখক মোশতাক মৃত্যু ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
এছাড়াও এছাড়া মোশতাক আহমেদের মৃত্যুর কারণ যাচাই বিচার বিভাগীয় তদন্ত ও আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।
সোমবার (১ মার্চ) সাতটার দিকে মোশতাক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অনুষ্ঠিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচীতে এ দাবি জানান তারা।
এসময় নেতৃবৃন্দ জানান, শহীদ মোশতাক আহমেদের একজন মুক্তমনা লেখক ছিলেন৷ তিনি সমাজের অনিয়ম ও অব্যবস্থাপনা গুলো তার লেখনীতে তুলে ধরতেন৷ কিন্তু সরকার ও রাষ্ট্র এটি সহ্য করতে পারেনি। বিনা কারণে তাকে জেলে আটকে রেখে হত্যা করেছে। তাকে যে আইনের আওতায় আটক করা হয়েছিলো সেই ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়াও আটককৃত নেতাকর্মীদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।
এছাড়া মোশতাক আহমেদের মৃত্যুর কারণ যাচাই বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
কর্মসূচী শেষে উপস্থিত সকলে এক মিনিট নিরাবতা পালন করে।