সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
গতকাল সোমবার (১ মার্চ) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে বীমা দিবস – ২০২১ পালিত হয়েছে। “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এবং “মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার” শ্লোগানকে সামনে রেখে বীমা দিবসের ওই কর্মসূচি করা হয়।
সকালে দিবসটি উপলক্ষে বিভিন্ন বীমা কোম্পানীর স্থানীয় শাখার উদ্যোগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কসহ বিভিন্ন সড়কে অবস্থিত বীমা কোম্পানীর স্থানীয় শাখা কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয়।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সৈয়দপুর শাখা ইনচার্জ, সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানী ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. তাজুল ইসলাম, পিপলস্ ইন্সুরেন্স কোম্পানীর স্থানীয় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মো. খুরশীদ আলমের নেতৃত্বে মানববন্ধনে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী, পিপলস্ ইন্সরেন্স কোম্পানী, সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানী, বিজিআইসি ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী, ফারইষ্ট ইন্সুরেন্স কোম্পানী, যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী, তাকাফুল ইন্সুরেন্স কোম্পানী, ফারিষ্ট ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানী সহ বিভিন্ন বীমা কোম্পানীতে কর্মরত বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মীরা অংশ নেয়।