বিএনপিকে অন্তর দিয়ে ৭ ই মার্চ পালন করা উচিত: মায়া

0
263

খবর ৭১: রাজনৈতিক কৌশল হিসেবে নয়, অন্তর দিয়ে বিএনপিকে ৭ ই মার্চ পালনের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

সোমবার ( ১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আবুল হাসনাতের স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, স্বাধীনতার ৫০ বছর পর ঐতিহাসিক ৭ মার্চ পালনে বিএনপির সিদ্ধান্ত রাজনীতির শুভ বুদ্ধির উদয়। মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃতি ও স্বাধীনতা বিরোধী চক্রকে রাজনৈতিক পুর্নবাসনের জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তাহলেই বোঝা যাবে তাদের মাঝে মধ্যে মুক্তিযুদ্বের চেতনার উদয় হয়েছে।

তিনি বলেন, সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করায় স্বাধীনতা বিরোধী চক্র খুশি হতে পারে নি। ত তাই তারা নানামুখি ষড়যন্ত্রের ছক আঁকছে, তাদের মোকাবেলা সকলকে সতর্ক থাকতে হবে।

সংগঠনের উপদেষ্টা নাজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ মুরাদ , সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাংবাদিক মানিক লাল ঘোষ, সাংবাদিক সুজন হালদার ,বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি , প্রয়াত হাজী আবুল হাসনাত এর পুত্র রাহাদুল হাসান বায়জীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here