খবর ৭১: ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড বুমরাহর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। তিনি ২০ বছর ৩২৬ দিন বয়সে এই মাইলফলক স্পর্শ করেন। বুমরাহ ২৩ বছর ৫৭ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছিলেন।
সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমানের। তিনি ১৮ বছর ২৭১ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট দখল করেন। আরও এক আফগান তারকা রশিদ খান টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন ১৮ বছর ৩৬০ দিন বয়সে।
শাহীন শাহ আফ্রিদি ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। তিনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।