ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন দায়িত্ব গ্রহণ করেছেন
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিভাগের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের শুরুতে বিভাগের পক্ষ থেকে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া ও নতুন সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি।
এ সময় আরও বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. সেলিনা নাসরীন প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতার হোসেন ও পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নতুন সভাপতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক আব্দুস শাহীদ মিয়ার নির্ধারিত তিন বছরের মেয়াদ শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরবর্তীকালে তিন বছরের জন্য অধ্যাপক ড. রুহুল আমিন বিভাগের সভাপতির দায়িত্ব পান।