খবর৭১ঃ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে নির্বাচনে জাপানকে সমর্থন দেবে বাংলাদেশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
জাপানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে নির্বাচনে জাপানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ।
উভয় দেশ আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সহযোগিতা করবে বলেও আলোচনা হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ঢাকা-টোকিওতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় বিমান চালুর পরিকল্পনা করছে।
এ ছাড়াও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত দেশটিতে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ।
এ ছাড়াও বাংলাদেশের বাজেটে জাপানের সহায়তা, উন্নয়ন প্রকল্পে দেশটির আরও সহযোগিতা এবং উভয় দেশের অর্থ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।