আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) চক্রে নির্বাচিত উপকারভোগী ১’শ ৯১ মহিলার মাঝে কার্ড ও খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব উপকারভোগীদের মাঝে খাদ্য শস্য ও কার্ড বিতরণ করা হয়। এসময় ছিলেন ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী, সচিব শাহানা আক্তার, ওয়ার্ড সদস্য জহুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি নাসরিন সুলতানা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।