নিবন্ধন সাড়ে ৪০ লাখ, টিকা গ্রহীতা সাড়ে ২৮ লাখ

0
242

খবর৭১ঃ
সারাদেশে একযোগে চলছে মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার প্রয়োগ। দিন দিন টিকার প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। সবশেষ তথ্য অনুযায়ী, টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন সাড়ে ৪০ লাখের বেশি মানুষ। এর মধ্যে টিকা নিয়েছেন প্রায় সাড়ে ২৮ লাখ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন, নারী নয় লাখ ৯৪ হাজার ৬৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ জন। আর নারী ৬৮ হাজার ৯৫০ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে।

টিকাদান শুরুর ১৯ দিনের মধ্যে তিন দিন সপ্তাহিক ও সরকারি ছুটি ছিল। এ পর্যন্ত মোট ১৫ দিন টিকা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জন, বরিশাল বিভাগে আট হাজার ৫১ জন আর সিলেট বিভাগে সাত হাজার ৯৪১ জন।

টিকাগ্রহীতাদের মধ্যে ৬৯৬ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, যা মোট গ্রহীতার শতকরা শূন্য দশমিক ০২৪ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here