রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা রাজস্ব ও নদী রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী , থানা অফিসার আব্দুর রহিম মোল্লা , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মুহাম্মদ জামাল হোসাইন , উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মশিউর রহমান , উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান , মৎস্য কর্মকর্তা উপানন্দ কুমার বৈদ্য , সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা হবিবুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন , সমবায় কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার সহকারী কমিশনার( ভূমি) এর অফিস সহকারী মোশারফ হোসেন , সাব- রেজিস্ট্রার এর প্রতিনিধি আব্দুল হান্নান , উপজেলা ভূমি অফিস সার্বেয়ার নাজমুল হক । এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী ভূমি কর্মকর্তা , আব্দুল হান্নান , সাইফুল ইসলাম , বিবেক আনন্দ সরকার , আবু তালেব , হাফিজুর রহমান৷, তৌহিদুর রহমান , মতিয়ার রহমান ।
সভায় সভাপতি ইউএনও সৈয়দা নাফিস সুলতানা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামজারী, নামখারীজ তরন্মিত সহ পোড়েথাকা সকল সরকারী পুকুর ও ডোবা ইজারা দেওয়ার নির্দেশনা দেন ।