খবর ৭১: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে হাতে পতাকা তুলে দিয়ে টলিউড অভিনেত্রী পায়েল সরকারকে স্বাগত জানান দলটির পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এর আগে, গতকাল টলিউড তারকার ঢল নেমেছিল তৃণমূলে। মমতার হাত থেকেই দলীয় পতাকা নিয়েছিলেন সায়নীর ঘোষ, কাঞ্চন মল্লিকরা। ধারণা করা হচ্ছে, আজ তার পাল্টা দিল বিজেপি। বিজেপিতে নাম লেখালেন পায়েল সরকার।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে কার্যত দু’ভাগে ভাগ হয়ে গেছে টলিপাড়া। একসময়ে যে দলে ভিক্টর ব্যানার্জি বা জর্জ বেকার ছাড়া টলিপাড়ার প্রতিনিধি খুঁজে পাওয়াই দুস্কর ছিল, সেখানেই তারকার ঢল।