দিনাজপুরের কাটলা ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

0
291

মোঃ নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন সেবা নিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১টায় বিট নং-২ কাটলা ইউনিয়ন বিট পুলিশিং কর্তৃক আয়োজিত নারী নির্যাতন,ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং,সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারী নির্যাতন,ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভায় অনুষ্ঠানে সাব ইন্সপেক্টর এরশাদ মিয়ার সঞ্চলনায় এবং অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বেলায়েত হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কাটলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মন্ডল,কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউনুস আলী,কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক নয়ন কুমার,কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা শরিফা পারভীন,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ডাঃ নুরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- সরকার নারী নির্যাতন, ধর্ষন,বাল্য বিবাহ,ইভটিজিং, সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক বিরোধী কোন ছাড় নেই সে যে দলেরই হোক না কেন এবং বিরামপুরে যাতে নারী নির্যাতন, ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন,কিশোর গ্যাং,জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন-ইউপি সদস্যগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, সুধীজন, ইমাম, মোয়াজ্জিম, সুধীজন,শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, পুলিশ সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here