ফেনীতে আগুনে পুড়ল স্টার লাইন ফুডের কারখানা

0
247

খবর৭১ঃ ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করে।

স্টার লাইন ফুডের ওই কারখানায় কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, কারখানায় নাইট শিফটে প্রায় পাঁচশ শ্রমিক কাজ করছিলেন। আগুনের সংবাদ শুনে তারা কারখানা থেকে যে যেভাবে পেরেছেন বের হয়ে গেছেন। ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি-না তা জানাতে পারেননি তারা।

এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here