খবর৭১ঃ মামলা করে সেটি পরিচালনা না করে আদালতের সময় নষ্ট করায় আজিজ কো অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড নামের একটি কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
মামলাটির শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আজিজ কো অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের জেনারেল ব্যাকিং কার্যক্রম বন্ধ করা সংক্রান্ত এক মামলা ছিল। প্রতিষ্ঠানটি হাইকোর্টে পিটিশন দায়ের করেও দীর্ঘদিন ধরে তা পরিচালনা করছে না। এ জন্য আদালতের সময় নষ্ট হয়েছে বিধায় বুধবার শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন হাইকোর্ট।