রাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন নাসির-তামিমা

0
259

খবর৭১ঃ ক্রিকেট নয়, ভিন্ন একটি ইস্যুতে খবরের শিরোনাম টাইগার ক্রিকেটার নাসির হোসেন। সম্প্রতি তামিমা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। অভিযোগ, সাবেক স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা সুলতানা। সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই দাবি করেছেন রাকিব হাসান।

তবে, বুধবার সংবাদ সম্মেলনে এসে রাকিব হাসানের এমন দাবি অসত্য বলে উল্লেখ করেছেন নাসির হোসেন ও তামিমা সুলতানা দম্পতি। সংবাদ সম্মেলনে নাসির-তামিমার পক্ষে কথা বলতে উপস্থিত ছিলেন একজন আইনজীবী। এসময় আইনজীবী বলেন, আমরা অচিরেই মি. নাসির হোসেন ও তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে আইনজীবী বলেন, ‘রাকিব হাসানের সঙ্গে তামিম সুলতানার ডিভোর্স হয়েছে। আমাদের কাছে সেই প্রমাণ আছে। তারপরও অনেকে বিষয়টি নিয়ে অপপ্রচার করছেন। আমি নাসির হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা এই সত্য তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরুন। যাতে অসত্য তথ্য দিয়ে কেউ পার পেয়ে না যায় সে ব্যাপারে সচেষ্ট হোন।’

তিনি আরো বলেন, ‘রাকিব হাসানের বিরুদ্ধে আমরা অচিরেই মি. নাসির হোসেন ও তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। মানহানি থেকে শুরু করে অন্যান্য যা যা প্রযোজ্য আইন আছে তা বিশ্লেষণ করে আমরা তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করব। আপনারা অচিরেই এ বিষয়ে জানতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here