টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ ৩ রোহিঙ্গা ডাকাত নিহত

0
301

খবর৭১ঃ কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ ৩ রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব মরদেহসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। নিহতরা হলেন শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির ও তার ২ সহযোগী। ২ সহযোগীর পরিচয় এখনও জানা যায়নি।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের শাল বাগানস্থ পাহাড়ে ডাকাত দলের গোলাগুলির খবর পাওয়া যায়। খবর পেয়ে টেকনাফ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ বিমান কুমার চন্দ্রাকারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালাতে থাকে। পরবর্তীতে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব ৩টি মরদেহ ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব টেকনাফ ক্যাম্পের ইনচার্জ এএসপি বিমান কুমার চন্দ্রাকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির এবং তার বাহিনীর অপর ২ সদস্য গোলাগুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের ১ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here