গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

0
250

খবর৭১ঃ  নিহত সাংবাদিক উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জে সংঘর্ষের সময় বোরহান উদ্দিনসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন।

বোরহান উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, হাসপাতালের আইসিইউতে রাত পৌনে ১১টার দিকে মারা যান বোরহান উদ্দিন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দীন জানান, শুক্রবার দিবাগত রাতে বোরহান উদ্দিনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তির পরপরই তার অবস্থা খারাপ থাকায় আইসিইউতে নেওয়া হয়। তার গলায় ছড়াগুলির আঘাত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here