বাগেরহাটের কলাই ক্ষেত থেকে গলায় ফাঁস লাগানো নারীর মরদেহ উদ্ধার

0
278
লাশ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় গলায় ফাঁস লাগানো অজ্ঞাত এক নারীর (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ৬টার দিকে শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন কলাইক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা) ওই মরদেহের পরিচয় জানতে পারেনি পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, শনিবার বিকেলে উপজেলার রাজেশ্বর গ্রামের একটি কলাই ক্ষেতে কয়েকজন শিশু খেলা করছিল। এসময় তারা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসিকে জানায়।পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোরকা পরিহিত গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার করি। মরদেহের পাশে পাজামা, ছাতা ও স্যান্ডে পাওয়া গেছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদরহাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। আমরা তদন্ত কাজ শুরু করেছি।এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here