বেনাপোলে যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

0
268

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে খোকন(৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের জব্বারের আমবাগানের একটি গাছের ডাল থেকে তার গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলি। আত্মহত্যায় নিহত খোকন শার্শার কামারবাড়ি মোড় এলাকার রনকের ছেলে এবং বেনাপোলের গাজিপুর গ্রামের মৃত তনু মোড়লের বাড়ির ঘরজামাই।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত সে বেনাপোল পোর্ট থানার সামনে গাজিপুর মডেল স্কুলের শিক্ষিকা নাজমার জায়গায় ঘরবেঁধে স্ত্রী ও দুই সন্তান নিয়ে জীবন যাপন করত। তবে, সে মাদকাসক্ত হওয়ায় এবং বেকারত্বের কারণে এ আত্মহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ইন্সপেক্টর(অপারেশন) আজিজুল হক জানান, শুক্রবার সন্ধ্যার সময় বেনাপোলের নামাজগ্রামের জব্বারের আমবাগানের একটি গাছের ডাল থেকে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়না তদন্ত শেষে নিহতের আত্মীয়-স্বজনের হাতে তার লাশ হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here