রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্বিপনার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী ভোট গ্রহণ সম্পন্ন হয়। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে এ বছর প্রতিদ্বন্দ্বীতা করেছেন ২৩ জন হেভিওয়েট প্রার্থী। বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৩৮ জন সাংবাদিক সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লাখোকন্ঠ পত্রিকার এম এ কবির, সহ-সভাপতি দৈনিক খবর পত্রিকার সিরাজুল ইসলাম মল্লিক এবং লিটন হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন প্রভাত ফেরি পত্রিকার সাইদুর রহমান সন্টু, যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৭১ বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেশ সংযোগ পত্রিকার বি এম আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হয়েছেন স্বাধীন সংবাদ এর প্রতিনিধি এস এম রবি, সাংবাদিক ও সংবাদপত্র বিষয়ক সম্পাদক হয়েছে দৈনিক একুশে সংবাদ এর প্রতিনিধি মুক্তার হোসেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ দৈনিক কল্যাণ এর জেলা প্রতিনিধি সবুজ মিয়া, দপ্তর সম্পাদক জবস টিভির জাহিদ হোসেন, নির্বাহী সদস্য হয়েছেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি মাজেদ রেজা বাঁধন, ইনকিলাব পত্রিকার শিহাব মল্লিক, শ্যামবাজার পত্রিকার রাকিবুজ্জামান জিহাদ।
নির্বাচিত ১৩ সদস্যদের কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলার বিভিন্ন সংগঠন ।সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে জেলা রিপের্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ।