খবর৭১ঃ নানা সংকটে থাকা তিন দেশের আঞ্চলিক ইস্যুতে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুই বিশ্বনেতা টেলিফোনে আজারবাইজানের নাগারনো কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে কথা বলেন। এরদোগানের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
খবরে বলা হয়, আঙ্কারা ও মস্কোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। এসময় আঞ্চলিক ইস্যুতে তারা কথা বলেন।