পাইকগাছায় রাস্তা বাঁচাতে চিংড়ি ঘেরে লবণ পানি উত্তোলন বন্ধ ঘোষণা

0
310

আমিনুল ইসলাম পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় চিংড়ি চাষে লবণ পানির তোড়ে কেয়ার ও ওয়াপদা রাস্তার ক্ষতি নিয়ন্ত্রণে লবণ পানি উত্তোলন বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।  উপজেলা প্রশাসনের পক্ষে মাইকে প্রচারের মাধ্যমে ঐ ঘোষণা প্রচার করা হয়।
এদিকে গত কয়েক বছরে অব্যাহত লোকসানের মুখে থাকা চিংড়ি শিল্প টিকিয়ে রাখতে উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তা’র সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, জিএম মিজানুর রহমান মিজান, এসএম বাবুল আক্তার, দাউদ শরীফসহ অন্যান্যরা। তবে বিষয়টির সুষ্ঠু সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি) চিংড়ি চাষিদের নিয়ে ফের সভা আহ্বান করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here