রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি ঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ইয়াং বাংলা ছাত্র ফ্রন্টের উদ্যোগে একটি মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এসময় সংগঠনের সভাপতি আসিফ আল ইমরান, সাধারন সম্পাদক সুব্রত দাশ শুভ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন, ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মেসকাত উন নূর, ইয়াসিন জনি, সৈয়দ আলী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা শ্রমিক নামধারী মাফিয়া সন্ত্রাসিদের এ হামলার তিব্র নিন্দা জানিয়ে এই ঘটনার দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুসিয়ারি দেন তারা।