বিশ্বজুড়ে করোনার সংক্রমণ কমেছে ১৬ শতাংশ

0
206

খবর৭১ঃ মহামারি করোনাভাইরাস গ্রাস করেছে গোটা পৃথিবীর প্রায় সব জনপদ। নতুন নতুন রুপে এটি বিভিন্ন স্থানে সংক্রমণ ঘটিছে। তবে আশার কথা হরো এ ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত সপ্তাহে এ ভাইরাসের সংক্রমণ ১৬ শতাংশ কমেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান–এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যখন এ তথ্য জানাচ্ছে, তখন বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ৮ কোটির বেশি রোগী। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, এর বিপরীতে মারা গেছেন ২৪ লাখের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এ সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার। গত রবিবার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তুলে ধরেছে ডব্লিউএইচও। ওই এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

ডব্লিউএইচওর হিসাব অনুসারে, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচ অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে। সংস্থাটির হিসাব অনুসারে, আফ্রিকায় সংক্রমণ কমেছে ২০ শতাংশ, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে সংক্রমণ কমেছে ২০ শতাংশ। ইউরোপে কমেছে ১৮ শতাংশ, আমেরিকায় কমেছে ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ।

তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে। এ অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ।

এর আগে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, পাঁচ সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। এ সংক্রমণ রীতিমতো অর্ধেকে নেমে এসেছে জানিয়েছিলেন তিনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here