পাকিস্তানে মহড়া চালাল তুর্কি স্পেশাল ফোর্স

0
260
পাকিস্তানে মহড়া চালাল তুর্কি স্পেশাল ফোর্স

খবর৭১ঃ যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক ও পাকিস্তান।

মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে শুরু হওয়া মহড়াটি তিন সপ্তাহ ধরে চলবে। খবর ডন ও আনদোলু এজেন্সির।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খায়বার পাখতুনখোয়ার তারবেলায় অবস্থিত সেনাবাহিনীর বিশেষ শাখার প্রধান কার্যালয়ে আতার্তুক-এক্সআই-২০২১ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

এতে তুর্কি স্পেশাল ফোর্স এবং পাকিস্তান সেনাবাহিনীর এলিট স্পেশাল সার্ভিসেস গ্রুপ অংশ নিয়েছে।

মহড়ায় কাউন্টার টেরোরিজম, ক্লোজ কোয়ার্টার ব্যাটল, কর্ডন অ্যান্ড সার্চ, র‌্যাপেলিং, ফায়ার অ্যান্ড মুভ টেকনিকস, হেলিকপ্টার র‌্যাপেলিং, কম্পাউন্ড ক্লিয়ারেন্স, হোস্টেজ অ্যান্ড রেসকিউসহ আরও বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশ নেবে উভয় দেশের সেনারা।

বিবৃতিতে বলা হয়, যৌথ সামরিক মহড়া ভ্রাতৃত্বপূর্ণ দুদেশের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহায়তা করবে।

সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা এবং ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here