সুদীপ্ত শামীম, রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিসিএস কৃষি এ্যাসোসিয়েশন গাইবান্ধা চ্যাপ্টারের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চরাঞ্চলের ১’শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও বিসিএস কৃষি এ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মাসুদুর রহমান।
উপজেলা কৃষি অফিসার ও বিসিএস কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল ইমরানসহ বিসিএস কৃষি এ্যাসোসিয়েশনের সদস্যগণ।
এসময় প্রধান অতিথি কৃষিবিদ মাসুদুর রহমান বলেন, ‘কাপাসিয়া ইউনিয়নের নিভৃত চরের বঞ্চিত মানুষগুলো উত্তরের শীতল হাওয়ায় খুব কষ্ট পায়। আমরা কৃষি ও কৃষকের পাশে সব সময় থাকি বলেই সম্ভবত এই মাটির কাছাকাছি থাকা অসহায় মানুষের কষ্ট এতটা অনুভূত হয়। বিশেষ করে সন্তানসহ মহিলা আর বয়স্ক বিধবা মহিলাদের পাশে দাঁড়ানোর প্রয়াসে এই উদ্যোগ।’