মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের ধাক্কায় শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুবয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল রায় (২৩)। সে মিরসরাই সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীপুর এলাকার প্রদীপ রায়ের ছেলে এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল মঙ্গলবার সকালে মিঠাছরা থেকে ফেনীতে পরীক্ষার প্রবেশপত্র নেয়ার জন্য কলেজে যাচ্ছিলো। ভূলবশত তার পরিচয়পত্র বাড়িতে রেখে গেছে। পথিমধ্যে প্রবেশপত্র আনার জন্য সোনাপাহাড় এলাকায় বাস থেকে নেমে রাস্তাপার হওয়ার সময় ঢাকামুখী লাইনে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।