ছাতক নৌকা নোঙ্গর করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

0
260
ছাতক নৌকা নোঙ্গর করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতক নদী তীরে নৌকা নোঙ্গর করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার বিকেলে মন্ডলীভোগ এলাকার সুরমা নদীর তীরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ডলীভোগ এলাকার সুরমা নদীতে নারী-পুরুষসহ এলাকার লোকজন দীঘদিন ধরে গোসল করে আসছে। সোমবার সকালে শহরের মেডিকেল রোডের বাসিন্দা নজরুল ইসলামের একটি ইঞ্জিন চালিত নৌকা নতী তীরে নোঙ্গর করতে গেলে সোসলে আসা লোকজন এতে বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে স্থানীয় লোকজন বিষয়টি তাৎক্ষনিক মিটমাট করে দেন। বিকেলে নজরুল ইসলাম তার লোকজন নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ১০ ব্যক্তি আহমত হয়। গুরুতর আহত হাসান আহমদ, এমরান আহমদ, রুবেল মিয়া ও সোহাগ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here