করোনা মোকাবেলায় ব্যর্থতা, ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

0
315

খবর৭১ঃ

করোনাভাইরাস মহামারি মোকাবিলা নিয়ে ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লোর কাছে পদত্যাগপত্র দেন তিনি। এর আগে সকালেই তিনি মন্ত্রিভায় পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।

করোনার কঠিন সময় ও নির্মম অর্থনৈতিক মন্দা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার জেরেই জুসেপ্পে কন্তে পদত্যাগ করেছেন বলে ধারণা দেশটির সাধারণ মানুষের। তার পদত্যাগে নতুন করে সংকটে পড়েছে ইতালি। চলতি মাসের প্রথম দিকেই ছোট শরিক দল জোট থেকে নিজেদের সমর্থন তুলে নিলে কন্তে সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়।

রবিবার ইতালিতে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ‘না’ জয়ী হওয়ায় আভাস দিয়েছিল জনমত জরিপ। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, গণভোটে ‘না’ জয়ী হলে পদত্যাগ করবেন তিনি। সংস্কার প্রস্তাবের বিরোধীরা গণভোটে সুস্পষ্টভাবে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী পদত্যাগ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here