গত ০৯ই জানুয়ারী ২০২১ ইং সন্ধা ৭.০০ ঘটিকায় আল গাজাল বলরুম, দি রিজ কার্লটন(বাহরাইন) এ ভার্সেটাইলো গ্রুপের ওয়েলফেয়ার বেসড ই-কমার্স ( কুক হাবিবি, সুক বাহরাইন এবং মুশকিল আসান ) মোবাইল এ্যাপস -এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রবাসীদের পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ভার্সেটাইলো গ্রুপ’র উদ্যোগে বাহরাইনে দি রিটজ-কার্লটন এর আলগাজাল বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘কুক হাবিবি কুকিং কন্টেস্ট ২০২১’ এর ফলাফল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম।
ভার্সেটাইলো গ্রুপ এর চেয়ারম্যান ড. কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আহমেদ বিন খলিফা মোবারক আল খলিফা, শেখ খলিফা সালমান মোহাম্মদ আলী আল খলিফা, দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: রবিউল ইসলাম, দূতাবাসের শ্রম সচিব (লেবার কাউন্সিলর) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আল আহলি ব্যাঙ্কের সিইও শাফকাত আনোয়ার, সিআইপি শফি আহমেদ প্রমুখ।বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী মারুফ আহমেদ। অনুষ্ঠানে বাংলা এবং ইংরেজি ভাষায় সঞ্চালনা করেন ফাইজা আহমেদ ও মিস সোহানা।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম. এ হাশেম, বাংলাভিশন প্রতিনিধি আব্দুল কাদের মজুমদার, এনটিভি প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, একুশে টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি নাজির আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন আহমেদ প্রমুখ।
কুক হাবিবি কুকিং কন্টেস্ট ২০২১ এ সেরা কুক নির্বাচিত হন যথাক্রমে হাবিবি নিপা আক্তার কিবরিয়া, কামরুন্নেসা ভূঁইয়া এবং নাইমা ইসলাম রিপা। বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, শেখ আহমেদ বিন খলিফা মোবারক আল খলিফা, শেখ খলিফা সালমান মোহাম্মদ আলী আল খলিফা, রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামের সহধর্মিণী নাজমুন নাহার হাবিব, ভার্সেটাইলো গ্রুপ এর চেয়ারম্যান ড. কামরুল আহসানের সহধর্মিণী জনাবা দিল আফরোজ। সেরা রাধুনী খুঁজে নিতে গত ১ জানুয়ারি ‘কুক হাবিবি কুকিং কনটেস্ট ২০২১’ ভার্সেটাইলো হ্যাপি সেন্টার এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভার্সেটাইলো গ্রুপ এর চেয়ারম্যান ড. কামরুল আহসানের সহধর্মিণী জনাবা দিল আফরোজের সভাপতিত্বে এতে প্রধান বিচারক ছিলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামের সহধর্মিণী নাজমুন নাহার হাবিব। অপর বিচারকদের মধ্যে ছিলেন, ফরিদা বেগম, আসমাউল হোসনা, খন্দকার জিনাত আলম, সায়মা আহমেদ হাফসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অংশগ্রহণকারী অতিথিদের নিয়ে ওয়েলফেয়ার বেজ ই-কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন SUKBAHRAIN , COOK HABIBI এবং MUSHKILASAN নামে তিনটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন ভার্সেটাইলো লন্ডন ডব্লিউএলএলের চেয়ারম্যান শেখ খলিফা বিন সালমান আল খলিফা ও ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ডঃ কামরুল আহসান।