টানা পাঁচ দিন শনাক্ত হাজারের নিচে

0
288
করোনা

খবর৭১ঃ গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নতুন বছরে প্রথম মাসে টানা পাঁচদিন ধরে শনাক্তের সংখ্যা হাজারের নিচে। এর আগে গত ১ জানুয়ারি ৯৯০ জন, ২ জানুয়ারি ৬৮৪ জন, ৩ জানুয়ারি ৮৩৫ জন ও ৪ জানুয়ারি ৯১০ জন শনাক্তের কথা জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০ জন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় ৭ হাজার ৬৭০ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৪৪ জন।

মঙ্গলবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন হয়েছে।

আর ৯৪৪ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন হয়েছে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৯ শতাংশ, মৃত্যু হার এক দশমিক ৪৮ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here