খবর৭১ঃ ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তির ভিত্তিতে বাংলাদেশ যথাসময়ে করোনাভাইরাসের টিকা পাবে। ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে যে খবর বেরিয়েছে তা বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর নয় বলে ঢাকাকে জানিয়েছে দিল্লি।
সোমবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য। ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদেরকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আমাদের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে সেটি পালন করা হবে। ওরা বলেছে, ভ্যাকসিনের বিষয়ে অন্য কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে। কিন্তু যেহেতু একেবারে সর্বোচ্চ পর্যায় অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলাপ করে এটা হয়েছে, কাজেই বাংলাদেশ প্রথম টিকা পাবে। কোনো ধরনের নিষেধাজ্ঞা এখানে কার্যকর হবে না। ভারত প্রথম ভ্যাকসিন আমাদেরই দেবে। তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’
করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আগেই চুক্তি করে রেখেছিল বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ চুক্তির মাধ্যমেই ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ এমটাই কথা ছিল। কিন্তু সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহীর সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে তাদের ভ্যাকসিন রপ্তানিতে আগামী কয়েক মাসের জন্য নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসে। এতে উদ্বেগের মধ্যে পড়ে যায় বাংলাদেশ।
সেরামের বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেরাম কোম্পানির সিইও যে বক্তব্য দিয়েছেন এটা ওনার ব্যক্তিগত বিষয়। এটা ভারত সরকারের পলিসি না। উনি আগেই এটা নিয়ে বেশি বেশি বলে ফেলেছেন।’
অন্য কোনো জায়গা থেকে ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি।’