অন্যের স্ত্রী সহ নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি;কথিত সাংবাদিকের নামে সমন জারি

0
513
অন্যের স্ত্রী সহ নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি;কথিত সাংবাদিকের নামে সমন জারি

রাকিব হাসান পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া প্রেমে ফাঁসিয়েপরিকল্পিত ভাবে অন্যের স্ত্রী সহ নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরি করে সটকে পড়ার অপরাধে কথিত সাংবাদিক নাহিদ পারভেজ সহ চার জনের নামে সমন জারি
করেছেন আদালত। সম্প্রতি (২৯ডিসেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন।

পৌরশহরের রহমতপুর এলাকার দলিল লেখক মাসুদ খান বকু আদালতে মামলা দায়েরের পর আদালত মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া বিজ্ঞ আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন।

মামলা সূত্রে জানা যায়, মাসুদ খান বকু’র সাথে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামের রাজ্জাক চৌকিদারের মেয়ে শিমুল আক্তার’র সাথে ২০০৭ সালে রেজিষ্ট্রী কামিনমূলে বিয়ে হয়। স্ত্রী নি:সন্তান হওয়ার কারনে সন্তান
লাভের আশায় বাদী (বকু) প্রায় অর্ধকোটি টাকা খরচ করে ভারতে তাকে চিকিৎসা করান। এবং স্ত্রীর নি:সঙ্গতা কাটাতে আলিফ নামের একটি শিশুর লালন পালনের দায়িত্ব নেন বাদী। এরপর ভবিষ্যৎ চিন্তায় স্ত্রীর নামে কষ্টার্জিত টাকায়
ব্যাংকে একাধিক ডিপিএস সহ তার পছন্দের বিভিন্ন ডিজাইনের স্বর্নালঙ্কার ক্রয় করে দেন তিনি।

কিন্তু স্ত্রী পেশাগত কারনে তার বাসায় অনুপস্থিতির
সুযোগে ফেসবুক, জিমেইল’র মাধ্যমে কথিত সাংবাদিক নাহিদ পারভেজ’র পরকীয়া প্রেমের জালে জড়িয়ে পড়ে। অত:পর শারিরীক সম্পর্ক স্থাপন সহ ঘটনার দিন ও
সময় পরিকল্পিত ভাবে তার ব্যবহৃত সকল ডিজাইনের স্বর্নালঙ্কার, বাসায় থাকা নগদ টাকা ও স্ত্রীর ডিপিএস ভেঙ্গে লক্ষ লক্ষ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে
সটকে পড়ে। এসময় স্বাক্ষীরা বাঁধা নিষেধ করলে কথিত সাংবাদিক নাহিদ পারভেজ তাদের খুন জখমের হুমকী প্রদান করে বলে ভিকটিম (বকু) তার নালিশী মামলায়
উল্লেখ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here