খবর৭১ঃ
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুন নাহার। তিনি মিরপুর দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ফওজিয়াকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে ওএসডি করে। পরে নতুন অধ্যক্ষের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মাউশি।
জানা গেছে, অধ্যক্ষ ফওজিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় তাকে ওএসডি করা হয়েছে।
বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে গত বছর প্রেষণে বেসরকারি এই কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছিল।