খবর৭১ঃ প্রথম ধাপে সোমবার দেশের ২৪টি পৌরসভায় যে নির্বাচন হয়েছে সেটাকে ‘সাকসেসফুল’ নির্বাচন বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানান তিনি।
দিনভর ভোটগ্রহণ শেষে সোমবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ‘গণমাধ্যম ও ইসির মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। নির্বাচন সাকসেসফুল হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি, সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।’
মো. আলমগীর জানান, কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে দাবি করেন তিনি।
নির্বাচন চলাকালে সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সহিংস ঘটনা প্রসঙ্গে সচিব বলেন, ‘পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজন সরতে বলার কারণে হাতাহাতির ঘটনা ঘটে। ভাঙচুর হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে আমরা ব্যবস্থা নেবো। আর সীতাকুণ্ডে দুষ্কৃতিকারীরা ইভিএম কেড়ে নেয়ার চেষ্টা করে। তারা সফল হতে পারেনি। টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়। পরে সেটি রিপ্লেস করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনো সমস্যা হয়নি। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।’
প্রসঙ্গত, এবার চারটি ধাপে পৌরসভা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে সোমবার ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আরও দুটি ধাপে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।