মদন পৌরসভায় এই প্রথম নৌকার জয়

0
370
মদন পৌরসভায় এই প্রথম নৌকার জয়

আওয়াল, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
প্রথম ধাপের পৌর নির্বাচনে নেত্রকোনার মদন পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম।

কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সোমবার (২৮ ডিসেম্বর) ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম ৩ হাজার ১শ ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন, সহকারি রিটার্নিং অফিসার ও মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি আরও জানান, জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন ১ হাজার ৮শ ৬৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। পৌরসভায় মোট ১২ হাজার ৮শ ৪১ ভোটের মধ্যে ৯ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত ও সাধারণ আসন মিলিয়ে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ২ নাম্বার ওয়ার্ডে হক্কু মিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here