রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর আয়োজনে করোনা মহামারি থেকে বাঁচতে র্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজ চত্ত্বরে এ কর্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ অনুষ্ঠানে আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস বেপারীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরবন রেজিমেন্ট খুলনার কমান্ডার মেজর মো. জসীম উদ্দিন, সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম। পরে ঝালকাঠি সরকারি কলেজ চত্ত্বর থেকে একটি সচেতনতা মূলক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় লিফলেট ও মাস্ক তুলে দিয়ে জনসাধরণকে সচেতন এবং বিভিন্ন সড়কে ডেঙ্গু মশা প্রতিরোধে স্প্রে করা হয়।