যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

0
388
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

খবর৭১ঃ

যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ডের বোলিং এলেতে এই গুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরই পুলিশ এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। এছাড়া ওই এলাকায় তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ খবর দিয়েছে আরটি ও বোস্টন নিউজ টোয়েন্টি ফাইভ।

ও’সিয়া জানিয়েছেন, ভুক্তভোগীদের মধ্যে কিশোর-কিশোরীরা রয়েছে। তবে তাদের বিস্তারিত দিতে অস্বীকার করেন তিনি।

রকফোর্ডের পুলিশ প্রধান ড্যান ও’সিয়া সাংবাদিকদের জানিয়েছেন যে, ভবনের বাইরে এবং ভেতরে গুলি চালানো হয়েছে। ওই অঞ্চলটিকে গুলির জন্য রেড জোন হিসেবে বিবেচনা করা হতো না।

রকফোর্ড পুলিশ এক টুইট বার্তায় ই স্টেট স্ট্রিটের ডন সেন্টার লেন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here