খবর৭১ঃ বিনা অনুমতিতে রাস্তা খোঁড়ার কারণে ঢাকা ওয়াসার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার ডিএনসিসির অঞ্চল-১ এর সহকারী প্রকৌশলী মো. সোলায়মান কবীর উত্তরা পশ্চিম থানায় এই জিডি করেন।
জিডিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরার ১ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর সেক্টরের ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর বাসায় সামনের রাস্তায় ওয়াসার নিয়োজিত ঠিকাদার ‘চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ বিনা অনুমতিতে রাস্তা খনন করে ভূ-গর্ভস্থ পানির লাইন স্থাপন কাজ করছে। এতে নগর কর্তৃপক্ষ রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়াসহ জনসাধারণ ও যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে।
জিডির অনুলিপি উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, অঞ্চল-১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, করপোরেশনের প্রধান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার ডিডব্লিউএসএনআইপি প্রকল্পের প্রকল্পকে পাঠানো হয়েছে।