ঝালকাঠিতে শ্যামল চন্দ্র দে ব্যাটমিন্টন টুর্নামেন্টে অনিক – রিয়াদ জুটি চ্যাম্পিয়ন

0
472
ঝালকাঠিতে শ্যামল চন্দ্র দে ব্যাটমিন্টন টুর্নামেন্টে অনিক - রিয়াদ জুটি চ্যাম্পিয়ন

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রয়াত শিক্ষক শ্যামল চন্দ্র দে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাতের এ খেলায় অনিক – রিয়াদ জুটি ২-১ সেটের ব্যাবধানে বরুন-সবুজ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম পি ভার্চুয়ালী প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখে। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ-আলম, মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড: আনোয়ার হোসেন আনু ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ বিশেষ অথিতি হিষেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম বক্তব্য রাখেন। ৩২ টি টিম এই টুর্নামেন্টে দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। এই বিদ্যালয়ের শিক্ষক শ্যমল চন্দ্র দের অকাল মৃত্যুতে তার স্মৃতি রক্ষার্থে ছাত্ররা এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here