রেদোয়ান হোসেন জনিঃ
এক টুকরো শীতের কাপড় যার নাই সে বোঝে শীতের কষ্ট! শীর্তাতদের মাঝে উষ্ণ হাসি ফুটাতে মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড় কর্তৃক উপজেলার ইছাখালী ইউনিয়নের শাহজী বাজার জলদাসপাড়া ও খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা এলাকায় ২০০ জন অসহায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) ১ম ধাপে উপজেলার ২টি স্থানে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন শান্তিনীড়ের উপদেষ্টা কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ, সহ-সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক সবুজ কুমার সেন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আহবায়ক ও সমাজ কল্যাণ সম্পাদক শওকত হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, আজীবন সদস্য সাইফুল ইসলাম টুটুল, মাঈন উদ্দিন মনি, রাখাল চন্দ্র নাথ, রাশেদুল হাসান মামুন, সমাজসেবক হাসান শহীদ সরওয়ার্দী, শান্তিনীড় সদস্য ইসমাঈল হোসেন খোকন, আবু বক্কর সিদ্দিক রিশাত, বিপ্লব মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর অন্যান্য সামাজিক কর্মকান্ডের সাথে শান্তিনীড় নিয়মিত শীতবস্ত্র কার্যক্রম পরিচালনা করে আসছে।