করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা

0
300
করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা

খবর৭১ঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারত থেকে করোনার ভ্যাকসিন আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে। জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন দেশে আসবে।

বৃহস্পতিবার বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন আনছি। ভ্যাকসিন আনার পুরো প্রক্রিয়া শেষ।

তিনি বলেন, শুরুতে করোনার চিকিৎসা পদ্ধতি জানা ছিল না। শুরুতে কিছুটা ঘাটতি থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। চিকিৎসকরা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

‌মন্ত্রী বলেন, করোনায় আমেরিকা ও ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। ৮০ ভাগ রোগী বাসায় থেকে টেলিমেডিসিনে ভালো হয়েছেন। ২ হাজার ডাক্তার ও ১৫০০ নার্স নিয়োগ দেয়া হয়েছে স্বল্প সময়ে।

জাহিদ মালেক বলেন, সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক যারা মারা গেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন দ্রুততম সময়ে তাদের প্রণোদনা দেয়ার ব্যবস্থা হচ্ছে। তাছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, পুরো ইউরোপ লকডাউনে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে রেখেছে। এখন করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সুস্থ থেকে সতর্কতার সঙ্গে সেবা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here