নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত, আহত

0
287
নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত, আহত

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় দুলবি বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটার মাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত দুলবি বেগম (২৫) নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের ধন মিয়ার মেয়ে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, নবীগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা আইশকান্দির উদ্দেশ্যে রওনা দেন। পথেমধ্যে ফুটারমাটি এলাকায় পৌছামাত্র একটি গ্রুতগতির ট্রাক অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুলবি। এ ঘটনায় আহত হন সিএনজি অটোরিকশার চালকসহ আরও ৪ জন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় আহতরা হলেন, নবীগঞ্জ পৌরসভার চঁরগাও গ্রামের আহাদ মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), একই গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে হানিফা বেগম (৩০), উপজেলার বেরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মজিদ মিয়া (৪০), সিএনজি অটোরিকশা চালক উপজেলার কূর্শি ইউনিয়নের কূর্শি গ্রামের কদ্দুস মিয়ার ছেলে রাজা মিয়া (৩০)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here