রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত কম্বল বিতরণ করেছে উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। মঙ্গলবার সকালে উপজেলার কাতলাগাড়ী কওমী মাদ্রাসার ৮০ জন শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় অত্র মাদ্রাসার সকল শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রদত্ত কম্বল হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।
এছাড়াও বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কবিরপুর ও ফাজিলপুর শতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, প্রতিদিনই বাড়ছে শীতের প্রকপ এরই মধ্যে কাতলাগাড়ী কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা ভিষণ কষ্ট করছে এমন সংবাদ সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে তিনি মাদ্রাসায় ছুটে যান। পরে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।