মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে যথাক্রমে আমিনুল হক (সম্পাদক, আলাপন ও বাংলাদেশ বেতার ) এবং তোফাজ্জল হোসেন লুতু (কালের কন্ঠ ও দৈনিক করতোয়া)। গতকাল সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় প্রেসক্লাবের আহবায়ক কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক উপস্থিত না থাকায় সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির সদস্য কাজী জাহিদ।
সভায় আলোচনা শেষে ১১ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নজির হোসেন নজু (দৈনিক ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক এম ওমর ফারুক (দৈনিক নীলফামারী বার্তা), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিলন (দৈনিক বায়ান্নর আলো ও আলাপন), দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র রায় (দৈনিক আমাদের সময়), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুন্নেসা (ডেইলি নিউ নেশন), কার্যকরী সদস্য যথাক্রমে আবু বিন আজাদ রতন (সম্পাদক, সৈয়দপুর বার্তা ও দৈনিক যায়যায়দিন), কাজী জাহিদ (দৈনিক সংবাদ), মো. নজরুল ইসলাম (দৈনিক সময়ের আলো) ও মো. আনোয়ার হোসেন প্রামানিক (দৈনিক মানব বার্তা)।