সুদীপ্ত শামীম, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জমিদাতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু বহনকারী একটি ট্রলি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে অভিযান চালিয়ে জমিদাতাকে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ।
অবৈধভাবে বালু উত্তোলনের জমি দেয়ার দায়ে সমির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলনের সহায়তাকারী শ্রমিক সাজু মিয়াকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদাণ করা হয়েছে। এছাড়াও ওই স্থান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের ৩’শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ জানান, ‘অভিযান চালিয়ে জমিদাতাকে ৫০ হাজার টাকা, শ্রমিককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’