খবর৭১ঃ রাজধানীর কালশী বস্তির আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস এই আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুনে আড়াই শতাধিক ঘর পুড়ে গেছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার আগুন লাগে বস্তিটিতে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জানান, বেলা ১টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকাল তিনটা তিন মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দা ছোটন বলেন, ‘আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কেউ কিছুই নিয়ে বের হতে পারিনি। কোনো রকম নারী ও শিশুদের নিয়ে বের হয়েছি।’
রহিমা বেগম নামে বস্তির অপর এক বাসিন্দা বলেন, ‘গত মাসেও বস্তির ওই মাথায় আগুন লাগল, এই মাসে আবার এই মাথায়! আগুনে পুইড়া আমার সব শ্যাষ।’
এর আগে গত ২৫ নভেম্বর মধ্যরাতে কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাউনিয়াবাঁধের সি ব্লকের বস্তিতে আগুনের ঘটনা ঘটে। তখন তিন শতাধিক ঘর পুড়ে যায়।