আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায় ৩ জনের কারাদণ্ড

0
418
আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায় ৩ জনের কারাদণ্ড

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়ায় রাতের আধারে ভূ-গর্ভস্থ মাটি মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলনে জড়িত ৩ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।রোববার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন এ দণ্ডাদেশ প্রদান করেন।জলসুখার পাটুলিপাড়ায় রোববার রাত ৮টার দিকে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ জনকে কারাদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জের বাসিন্দা মৃত ফরিদ উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২১), নোয়াখালীর চরজব্বারের চরবৈশাখীর বাসিন্দা মৃত জাকির হোসেনের ছেলে করিম মিয়া (৩৮) ও জলসুখার পাটুলিপাড়ার বাসিন্দা মৃত লদু উল্লাহর ছেলে অলি মিয়া (৬২)।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here